এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক,অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,হারুণ-অর-রশীদ,পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ সরকারী বেসরকারী কর্মকর্তারা।
এসময় প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকার সকলের উন্নয়নের জন্য কাজ করছে। গরীব ও অসহায় মানুষের সেবায় সরকার বিভিন্ন অনুদান, বয়স্ক ভাতা, শিক্ষা বৃত্তিসহ নানান সুযোগ সুবিধা সৃষ্টি করেছে ।
অনুষ্টানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় জি আর খাত থেকে ১শত ১৬জন ব্যাক্তিকে মোট ৫৩লক্ষ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।