১২টি স্থল বন্দর এখন আমরা চালু করতে পেরেছি শেখ হাসিনার কল্যানে, খালেদা জিয়ার সময় একটি স্থল বন্দর চালু করে নাই। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের চাকঢালায় প্রস্তাবিত স্থলবন্দর পরিদর্শন ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় নৌ পরিবহণ মন্ত্রণালয়ের মন্ত্রী শাহজাহান খান এমপি একথা বলেন।
আজ শুক্রবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপস্থিত হয়ে তিনি সদর ইউনিয়নের চাকঢালায় প্রস্তাবিত স্থলবন্দর পরিদর্শন ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন তিনি। এই সময় নৌ পরিবহণ মন্ত্রনালয়ের মন্ত্রী শাহজাহান খান এমপি আরো বলেন, শীঘ্রই বান্দরবানে নাইক্ষ্যংছড়ির চাকঢালায় ও তুমব্রু এলাকায় স্থলবন্দর নির্মান করা হবে, আর এর ফলে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ব্যবসায়ীয় আমদানি রপ্তানী বৃদ্ধি পাবে।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি,বাংলাদেশ স্থল বন্দর কর্তপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) তপন কুমার বিশ্বাস,জেলা প্রশাসক মো:দাউদুল ইসলাম,পুলিশ সুপার মো:জাকির হোসেন মজুমদার, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচিসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।