আরো জানা গেছে, কাল সকালে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর থানচি সদর এবং শুক্রবার থানচির তিন্দু ও রেমাক্রি ইউনিয়ন সফর করবেন। সেখানে কয়েকটি উন্নয়নমূলক কাজ উদ্বোধন করবেন। আর এই সফরে জেলা থেকে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা থানচি উপজেলায় যাবেন। যার কারনে তিন্দু ও রেমাক্রিতে যাতায়াতের বাহন ইঞ্জিন বোট এবং আবসিক ব্যবস্থার সংকট দেখা দিবে। আর একারনে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, বান্দরবানের থানচি উপজেলার তিন্দু রেমাক্রি,নাফাখুম ও বড়মদকে শীত মৌসুমে দেশের দূর দূরন্ত থেকে পর্যটকরা ভ্রমনে যান, সরকারী কোন হোটেল মোটেল গড়ে না উঠার কারনে সেখান আবাসন সংকট দেখা দেয়।