১৮ মার্চ লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের ৩০ বছর পূর্তি উৎসব

NewsDetails_01

বান্দরবানের লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের অগ্রযাত্রার ৩০ বছর পূর্তি উৎসব আগামী ১৮মার্চ (শনিবার) । সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন, ‘অগ্রযাত্রার ৩০ বছর’ উদযাপন কমিটির আহবায়ক ও উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল। এসময় উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু, সদ্য যোগদানকৃত লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার ভূইয়াঁ মাহাবুব হাসান, মাতামুহুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান জেলা পষিদ সদস্য মোস্তফা জামাল, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, জামাল উদ্দিন, ফেরদৌস উদ্দিন, ফ্যোগ্য মার্মা, কলেজের প্রভাষক, সাংবাদিক, স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় ‘অগ্রযাত্রার ৩০ বছর’ এর আয়োজক কমিটির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল বলেন, প্রায় ২৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে মাতামুহুরী ডিগ্রী কলেজের এই অনুষ্ঠানে। আয়োজনের মধ্য থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ‘শৈল দ্যুতি’ নামক বিচিত্র প্রকাশ, মঞ্চ ও সাজসজ্জা, খেলাধূলা, স্মৃতিচারণ, কৃর্তিমান শিক্ষার্থী, গুণীজন, কলেজ স্থাপনে অবদানকারী, পৃষ্টপোষকদের সম্মাননা প্রদান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এম.পি। এছাড়া জমকালো এই অনুষ্ঠান সফল বাস্তবায়নে বিভিন্ন দায়িত্ব বণ্টন করে গঠন করা হয় ১৫টি উপকমিটি করা হয়।

আরও পড়ুন