জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনুর্ধ-১৭) উদ্বোধনী খেলায় রেমাক্রীপ্রাংসা ইউপি একাদশকে ১-৩ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে পাইন্দু ইউপি একাদশ।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার(১৬সেপ্টেম্বর) বিকেল চারটায় রুমা আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টেটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান বম, মহিলা ভাইস চেয়ারম্যান নু¤্রাউ মারমা, পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা, রুমা উপজাতীয় আবাসিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মতিময় চাকমা, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংপুই বম, রেমাক্রী প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বম ও ঘোনা পাড়া চিত্ররথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমা সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলার শুরুতে দুই দলের খেলোয়াড়দের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তাদের খেলায় সমতা টানতে থাকে। এভাবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে উভয় দলে প্রতিপক্ষ দলকে একাধিবার জালে বল ফেলতে চেষ্টা করে। তবে উভয় দলের রক্ষনভাগের শক্ত অবস্থানের কারণে কোনো বল জালে ফেলতে সক্ষম হয়নি। প্রতিপক্ষের জালে যখন বল ফেলার উভয় দলে আপ্রাণ প্রচেষ্টায় মরিয়া হয়ে ওঠে। ঠিক তখন রেমাক্রী প্রাংসা একাদশের ডিফেন্সের দুর্বলতার সুযোগে পাইন্দু ইউপি একাদশের ১১নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় প্রতিপক্ষের জালে বল ফেলতে সক্ষম হয়। এতে ১০মিনিটের মাথায় পাইন্দু ইউপি একাদশ ১গোলে এগিয়ে নেয়। তবে রেমাক্রীপ্রাংসা ইউপি একাদশ খেলোয়াড়রাও তাদের আক্রমণ কম করেনি। আবার ৯মিনিটের মাথায় ১১নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় বল ক্যারি করে আরো একটি বল ফেলতে সক্ষম হয়- রেমাক্রীপ্রাসা ইউপি একাদশের জালে। এতে ২গোলে এগিয়ে যায়।
এদিকে রেমাক্রীপ্রাংসা খেলোয়াড়দের মাঝে উত্তেজনা দেখা দেয়। প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে ফ্রি কিক করে। সাথে সাথে ফাউলের বাশি। রেমাক্রীপ্রাংসা একাদশের ৭ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে রেফারী পুলুপ্রু।
খেলার দ্বিতীয় আর্ধে তিন মিনিটের মাথায় পাইন্দু ইউপি একাদশের জালে বল ফেলে দলকে এগিয়ে নেয় রেমাক্রী একাদশের ১৭নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়। তারপর আবারো শুরু হাড্ডাহাড্ডি লড়াই। লড়াইয়ে বেশ কয়েকবার প্রতিপক্ষের জালে বল ফেলার সুযোগ পেলেও গোল রক্ষক শক্ত অবস্থানে থাকায় সব চেষ্টা ব্যর্থ হয় রেমাক্রীপ্রাংসা একাদশের। দ্বিতীয় মার্ধে খেলায় এক গোলে এগিয়ে থাকে পাইন্দু ইউপি একাদশ। উভয় পক্ষের খেলোযাড়রা প্রতিপক্ষ জালে বল ফেলার আক্রমণ, শেষ ২মিনিটের আগে আরো একটি গোল করে ১১নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়। খেলার সমাপ্তি টানে ১-৩গোলে পাইন্দু ইউপি একাদশের বিজয়ী হয়।
আজ মঙ্গলবার বিকালে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে(১৭সেপ্টেম্বর) রুমা সদর ইউপি একাদশ বনাম গালেঙ্গ্যা ইউপি একাদশ।