২নং কুহালং ইউপি ছাত্রলীগের সম্মেলন : সভাপতি থুই সা প্রু খেয়াং, সাম্পাদক উয়েসিং মারমা

২নং কুহালং ইউপি ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলণে অতিথিরা
বান্দরবান সদর উপজেলার ২নং কুহালং ইউনিয়ন ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকালে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের চেমী ডলু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২নং কুহালং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উক্য মং মারমা’র সভাপতিত্বে এসময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী এবং সম্মেলনে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি চিং সাইনু মারমা।
এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ক্য সা প্রু ,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাই হ্লা অং মার্মা, সহ সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য ম্রাসা খেয়াং, বান্দরবান জেলা ছাত্রলীগের শাখার সভাপতি মোহাম্মদ কাউছার সোহাগ,সাধারণ সম্পাদক জনি সুশীল, যুগ্ম সাধারন সম্পাদক কাজী সাফায়েত হোসেন সাফু,সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো আরিফসহ স্থানীয় নেতাকর্মীও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এসময় উপস্থিত অতিথিরা ২নং কুহালং ইউনিয়ন ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন থুই সাপ্রু খেয়াং কে সভাপতি, চিং সাপ্রু মারমাকে সহ সভাপতি, উয়েসিং মারমাকে সাধারন সম্পাদক ,মোরশেদুল আলমকে যুগ্ন সম্পাদক, রবিন মারমাকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করেন।

আরও পড়ুন