২য় দিনের মত বান্দরবানে চলছে গণ টিকা

NewsDetails_01

বান্দরববানে দ্বিতীয় দিনের মত চলছে গণ টিকা কার্যক্রম, টিকা নিতে মানুষের দীর্ঘ লাইন হাসপাতাল এলাকায়। অনেকে নিবন্ধন করে আর অনেকে নিবন্ধন ছাড়াই জড়ো হয়েছে টিকাদান কেন্দ্রগুলোতে। সকাল থেকেই বিভিন্ন টিকাদান কেন্দ্রে সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

NewsDetails_03

বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানের ১১৩টি কেন্দ্রে করোনার টিকাদান কার্যক্রম চলমান রয়েছে আর গণটিকার প্রথমদিনে (শনিবার) ১ম ডোজ গ্রহণ করেছে ২৮ হাজার ৬৫৪জন।

বান্দরবানের সিভিল সার্জন ডা: নীহার রঞ্জন নন্দী জানান, ১ম দিনে বান্দরবানে ১১৩টি কেন্দ্রে ৭০% টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল তার মধ্যে ৬৫% অর্জিত হয়েছে আর বাদবাকী জনসাধারণকে উদ্ধুদ্ধ করে করোনার টিকা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন