গত ৬ মে প্রথম করোনা আক্রান্ত ধরা পড়ার পর রাঙামাটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে ঈদের আগের রাতে ২ জন ও ঈদের দিন রাতে ১ জন করোনা আক্রান্ত হওয়ায় সংখ্যা গিয়ে দাড়িয়েছে ৫৬ তে।
সর্বশেষ তিনজনের ২জন কাপ্তাই উপজেলার ও অপর জন লংগদু উপজেলার। গত ২০ দিনের করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ডা: মোস্তফা জানান, নতুন করে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের এক ফার্মাসিস্ট এর শরীরে করোনা সনাক্ত হয়। সোমবার রাতে দুটি রিপোর্ট আসে। যার একটি পজেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৬ তে গিয়ে ঠেকেছে।
উল্লেখ্য,গত ৬ মে রাঙামাটিতে প্রথমবারের মতো করোনা আক্রান্ত হন ৪ জন। এরপর ১২ মে ১ জন, ১৩ মে ৯ জন ,১৪ মে ১১ জন , ১৬ মে ১ জন, ১৯ মে ১৭ জন এবং ২২ মে ৩ জন, ২৩ মে ৭ জন, ২৪ মে ২ জন ও ২৫ মে ১ জন আক্রান্ত হলো করোনায়।