২ মাস পর কাপ্তাইয়ে ফের করোনার হানা : শনিবার আক্রান্ত ৪ জন

purabi burmese market

ফের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে রাঙামাটির কাপ্তাই উপজেলায়। উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান, শনিবার (৮ জানুয়ারী) উপজেলা স্বাস্থ্য বিভাগের এন্টিজেন টেস্টে ৪ জনের করোনা শনাক্ত হয়। তাঁরা সকলেই চন্দ্রঘোনা মিশন এলাকার বাসিন্দা।

তিনি আরোও জানান, নভেম্বর এর প্রথম সপ্তাহে সর্বশেষ কাপ্তাইয়ে করোনা শনাক্ত হলেও গত বৃহস্পতিবার (৬ জানুয়ারী) কাপ্তাই কর্ণফুলি সরকারি কলেজ এর একজন শিক্ষক এর করোনা পজেটিভ আসে। আজ (শনিবার) আরোও ৪ জনের করোনা পজেটিভ আসলো।

এদিকে ফের কাপ্তাইয়ে করোনা শনাক্ত বেড়ে যাওয়ায় কাপ্তাই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান আরোও জোরদার করা হয়েছে বলে জানান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান। তিনি সকলকে স্বাস্থ্যবিধী মেনে চলার অনুরোধ জানান।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।