৪০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে : মন্ত্রী বীর বাহাদুর

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বান্দরবান পার্বত্য জেলায় হাম ও করোনা মোকাবেলায় ৪০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। জেলা পরিষদ, জেলা প্রশাসক, সেনাবাহিনী, পুলিশ মিলে এই খাদ্য সহায়তা দেয়া হয় ।

NewsDetails_03

আজ মঙ্গলবার (৭ই এপ্রিল) সকাল ১০টায়, দেশে করোনা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫টি জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে গণভবন থেকে আয়োজিত প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে বান্দরবানের সার্বিক চিত্র তুলে ধরতে গিয়ে এ কথা বলেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ।

ভিডিও কনফারেন্সে মন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, হাম ও করোনা মোকাবেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রতি জেলায় ২০০ মে:টন খাদ্য শস্য বরাদ্দ দেয়া হয়েছে এবং ৫০ লক্ষ টাকা করে নগদ অর্থ সহায়তাও দেয়া হয়েছে।

আরও পড়ুন