৪১ তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেপিএম স্কুলের প্রাক্তন শিক্ষার্থী জয়া ধর মুমু

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস স্কুল এন্ড কলেজের ২০১০ সালের বিজ্ঞান বিভাগ এর প্রাক্তন মেধাবী ছাত্রী জয়া ধর মুমু ৪১তম বিসিএস পরীক্ষায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

গত বৃহস্পতিবার রাতে প্রকাশিত ৪১ বিসিএস এর ফলাফলে এই তথ্য নিশ্চিত করা হয়। জয়া ধর এর পিতা অমলেন্দু ধর রাঙ্গুনিয়া উপজেলার আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক।

এছাড়া জয়া ধর মুমু ইতিমধ্যে ৪০ তম বিসিএস পরীক্ষায় প্রাণীসম্পদ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে বর্তমানে ভোলা জেলার লালমোহন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি এই অর্জন সকলের কাছে আর্শীবাদ কামনা করেছেন।

আরও পড়ুন