৪৫টি মসজিদে নগদ অর্থ প্রদান করলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক

NewsDetails_01

উৎসবের আনন্দ সবাই মিলে ভাগাভাগি বাঙালির আবহমান ঐতিহ্য। করোনা’র বৈশ্বিক বৈরিতায় গত বছরের মতো এবারও পবিত্র ঈদ-উল ফিতর’র আনন্দ উপভোগ করা মানুষের জন্য কঠিন হয়ে পড়েছে। একমাস সংযম সাধনের পর আসন্ন এই ঈদেও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ধর্মপ্রাণ মানুষদের সেবায় যথাসাধ্য নিবেদিত ছিল।

NewsDetails_03

আজ মঙ্গলবার বিকেলে সরকারি নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ি জেলা প্রশাসন জেলা সদরের ৪৫টি জামে মসজিদকে আট হাজার টাকা করে তিন লক্ষ ষাট হাজার টাকা প্রদানকালে খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এসব কথা বলেন।

এসময় জেলা প্রশাসনের এনডিসি শ্যামানন্দ কুন্ডু, খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র মো: রফিকুল আলম, কালেক্টরিয়েট জামে মসজিদের সা: সম্পাদক দুলাল হোসেন, আবদুল আউয়াল, আরিফ সওদাগর, জেলা প্রশাসনের কর্মবর্তা-কর্মচারিসহ বিভিন্ন মসজিদ পরিচালনা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন