কক্সবাজার উপজেলার রামু থেকে ৪ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি । শুক্রবার ভোর তিনটার সময় কক্সবাজারের রামু উপজেলার হাজিপাড়া এলাকার একটি পরিত্যক্ত অবস্থায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ধরা হয়েছে তের কোটি বিশ লক্ষ টাকা। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল মো: আসাদুজ্জামান বলেন, আমরা মাদকের বিরুদ্ধে বিশেষ করে ইয়াবা চোরাচালানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। শুধু মাদক না, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র পাচার, অবৈধ যে কোন ধরনের পণ্য সামগ্রী পাচার এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যহত থাকবে।