পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বান্দরবানে গরিব ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে বান্দরবান সদরের রোয়াংছড়ি বাসস্টেশন এলাকার আদর্শ পাড়া, বালাঘাটার বাকিছড়া ও ভরাখালীসহ বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করেন আসিফ ও রানা দুই বন্ধু ।
প্রায় ৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী হিসেবে সেমাই, চনা, চিনি, পিয়াঁজ, আলু, তেল, লবণ ও সাবান বিতরণ করা হয়।
রানা চৌধুরী জানান, অনেক কর্মহীন মানুষ ইফতার সামগ্রী কেনার মত অর্থ নেই । তাদেরকে খুঁজে বের করে আমরা ইফতার সামগ্রী দিচ্ছি । ১ হাজার ৫ শত পরিবারের মাঝে এ পর্যন্ত খাদ্য সামগ্রী প্রদান করেছি এবং আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।