৫০ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী দিল বান্দরবান ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম

বান্দরবানে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম এর উদ্যোগে ৫০ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী দেয়া হয়েছে। শিক্ষা সামগ্রী হিসেবে দেয়া হয়, খাতা, কলম, রাবার ও পেন্সিল।

শুক্রবার (২১ মে) রোয়াংছড়ি উপজেলার সিমন পাড়ায় শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী তুলে দেন জেলা ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সদস্যরা।

NewsDetails_03

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাচাং ডালিম কুমার ত্রিপুরা ও সাধারন সম্পাদক মাচাং অমৃত ত্রিপুরা,শিমন পাড়ার কারবারি মাচাং অন্তহা ত্রিপুরা।

বান্দরবান ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সাধারন সম্পাদক মাচাং অমৃত ত্রিপুরা জানান,আমাদের সংগঠনটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এই সংগঠন মূলত পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করে। আজ ৩৪২ নং কুমিক্ষ্যং সাধু হেডম্যান পাড়া, নারাইপাড়া ও সিমন পাড়ার শিক্ষার্থীদের এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য পাড়ার শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরন করা হবে।

আরও পড়ুন