৫ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন মন্ত্রী বীর বাহাদুর

NewsDetails_01

করোনা সংক্রামণ মোকাবেলায় বান্দরবানে গৃহবন্ধী অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ।

আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে বান্দরবান রাজার মাঠে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষ থেকে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

NewsDetails_03

এসময় বান্দরবানের ৯ টি ওয়ার্ডের ৫ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণের জন্য ত্রাণ সহায়তা গ্রহণ করে বান্দরবান পৌরসভার ওয়ার্ড কাউন্সিলররা।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মোঃ দাউদুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার মো: রেজা সরোয়ার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ সহ বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

পার্র্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, সরকারের কাছে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে । খাদ্য নিয়ে চিন্তার কোন কারণ নেই । করোনা সংক্রামক মোকাবেলায় সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে । খাদ্য সহায়তা প্রয়োজন হলে ফোন দিলে প্রশাসন নিজ দায়িত্বে ঘরে খাদ্য গিয়ে পৌঁছে দিবে বলে জানান মন্ত্রী ।

আরও পড়ুন