৬ বছর পর মানসিক ভারসাম্যহীন আনোয়ারকে ফিরে পেল পরিবার

উম্মে হুমাইরা নামে এক কনটেন্ট ক্রিয়েটরের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রচারের পর ৬বছর পর আগে নোয়াখালী থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন আনোয়ার হোসেন নামে এক যুবককে বান্দরবান থেকে খুঁজে পেয়েছে তার পরিবার। এদিকে আনোয়ার হোসেনকে ফিরে পেয়ে খুশি তার পরিবার, আর অন্যদিকে কনটেন্ট তৈরি করে এই ধরণের মহৎ কাজে যুক্ত থাকতে পারার পাশাপাশি আগামীতেও দেশের সেবা করার কথা জানান কনটেন্ট ক্রিয়েটর উম্মে হুমাইরা।

১২ জুন (বৃহস্পতিবার) সকালে বান্দরবান জেলা প্রশাসকের প্রাঙ্গনে উম্মে হুমাইরা মানসিক ভারসাম্যহীন আনোয়ার হোসেনকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন, এর আগে উম্মে হুমাইরা মানসিক ভারসাম্যহীন আনোয়ার হোসেনকে বান্দরবান সদর থেকে খুঁজে তার সাথে রাখেন।

সুত্রে জানা যায়, নোয়াখালী জেলার মাইজদী পৌরসভার বাবু নগর গ্রাম এর বাসিন্দা মানসিক ভারসাম্যহীন আনোয়ার হোসেন। পরিবারের ৫ বোন ও ৩ভাইয়ের মধ্যে আনোয়ার হোসেন সবার ছোট আর অবিবাহিত আনোয়ার । ২০১৯ সালে বাড়ী থেকে ঢাকা যাওয়ায় পথে পরিবার থেকে নিখোঁজ হয়ে যায় তিনি। অনেক খোজাখুজির পরও মানসিক ভারসাম্যহীন আনোয়ার হোসেনকে না পাওয়ার তার আশা ছেড়ে দিয়েছিল পরিবার, আর ওই সময় দেশে করোনা ভাইরাসের সংক্রমনের কারণে লকডাউন ও শুরু হয়ে যায়। আর এর কারণে তাকে আর খুঁজে নিতে পারেনি পরিবার।

NewsDetails_03

কিন্তু গত ৭জুন বান্দরবানের উম্মে হুমাইরা নামে এক কনটেন্ট ক্রিয়েটর ফেসবুকে একটি ভিডিও আপ করে, পরে সেই ভিডিওতে আনোয়ার হোসেনকে তার পরিবার দেখে শনাক্ত করে এটি তাদের হারিয়ে যাওয়া সন্তান। পরে কনটেন্ট ক্রিয়েটরের সাথে যোগাযোগ করে আনোয়ার হোসেন এর অবস্থান নিশ্চিত হয়ে দীর্ঘ ছয় বছর পর বান্দরবান এসে আনোয়ারকে খুজে পায় তার পরিবার। এদিকে দীর্ঘদিন পরে কনটেন্ট ক্রিয়েটর এর ভিডিওর মাধ্যমে বান্দরবানে তাকে খুঁজে পাওয়ায় খুশি তার পরিবার।

আনোয়ার হোসেন এর ভাতিজা মো.নীরব জানান, দীর্ঘদিন পরিবার থেকে নিখোজ তার চাচা আনোয়ার। তাকে অনেক স্থানে খুজে ও পাওয়া যায়নি,তবে সম্প্রতি উম্মে হুমাইরা নামে বান্দরবানের এক কনটেন্ট ক্রিয়েটর ফেসবুকে একটি ভিডিও আপ করার পর তাকে চাচাকে দেখতে পেয়ে সবাই কান্নায় ভেঙ্গে পড়ে এবং উম্মে হুমাইরার সাথে যোগাযোগ করে ।

আনোয়ার হোসেন এর ভাগিনা ফাহিম জানান,একসময় মুরগীর খামারে কাজ করতে গিয়ে মাথায় ফ্যানের আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয় আনোয়ারের আর এরপরে আবার বৃষ্টির দিনে একটি সাকোঁ পার হতে গিয়ে পা পিছলে মাটিতে পড়ে যায় আর ওইসময় বিদ্যুৎস্পৃট হয় আনোয়ার আর এই দুই দুর্ঘটনার পর তার মানসিক সমস্যা দেখা দেয়। এদিকে মানসিক সমস্যার কারণে সে পরিবার থেকে হারিয়ে যায়।

কনটেন্ট ক্রিয়েটর উম্মে হুমাইরা বলেন, আমি এই ধরণের মানবিক কাজে তৃপ্তি অনুভব করি। বিভিন্ন মানসিক ভারসাম্যহীনদের খুজে আমার পেইজে ভিডিও করে আপলোড করি আর এই পর্যন্ত বান্দরবান থেকে ৭জন মানসিক ভারসাম্যহীনকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছি।

আরও পড়ুন