৮০ নেতাকর্মীর হাতে লামা ছাত্রদলের ঈদ উপহার

NewsDetails_01

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নেতাকর্মীদের মাঝে উপহার প্রদান করেছে লামা বিএনপির সভাপতি মো. আমির হোসেন ও সাধারন সম্পাদক থোয়াইনু অং চৌধুরী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নেতাকর্মীদের মাঝে উপহার প্রদান করেছে বান্দরবানের লামা উপজেলা ও পৌর ছাত্রদল। রবিবার বিকালে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে পৌরসভাসহ ৭টি ইউনিয়নের ৮০ জন নেতাকর্মীর মাঝে একটি করে গেঞ্জি প্রদান করা হয়।
লামা উপজেলা বিএনপির সভাপতি মো. আমির হোসেন ও সাধারন সম্পাদক থোয়াইনু অং চৌধুরী উপহার বিতরন উদ্বোধন করেন। উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি বাবু মং মার্মার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মো. আবু তাহের মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দোলোয়ার হোসেন রফিক, উপজেলা সেচ্চাসেবক দলের সভাপতি মো. জাকির হোসেন, পৌর যুবদলের সাধারন সম্পাদক হারুন অর রশিদ, পৌর ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম তুহিন, সাধারন সম্পাদক চান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন