৯৯৯ এ ফোন, বন্ধ হল বাল্যবিবাহ
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গার বাল্যবিবাহ বন্ধ করেছে পুলিশ। গতকাল রাতে বাল্যবিবাহ বন্ধের ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া।
তিনি বলেন, গতকাল রাতের দিকে ৯৯৯ নম্বরে একটা কলে জানানো হয়, মাটিরাঙ্গার ০৯নং ওয়ার্ডের দক্ষিণ মুসলিম পাড়ার আব্দুল আউয়ালের মেয়ের সাথে একই ওয়ার্ডের রসুলপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের ছেলের সাথে বিয়ের আয়োজন চলছিল।
খবর পেয়ে মাটিরাংগা থানার সহকারী উপ-পরিদর্শক মো: ইয়াকুব চৌধুরীসহ পুলিশের সঙ্গীয় টিম ঘটনাস্থলে পাঠাই। পরে, কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের মাটিরাংগা উপজেলা সুপারভাইজার ইউনুস মাহমুদ সহ ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়ার পর উভয়ের কাছ থেকে মুছলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেয়া হয়।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি সকলকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।