অবশেষে ৪ দিন পর বাঘাইছ‌ড়ির ডাবল মার্ডারের মামলা

NewsDetails_01

রাঙামা‌টির বাঘাইছ‌ড়ি উপজেলার ডাবল মার্ডারের চার‌দি‌ন পর বাঘাইছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেএসএস সন্তু লারমা গ্রুপের অন্যতম নেতা বড় ঋষী চাকমাকে প্রধান আসামী করে ৫০জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে ব্রাশ ফায়ারে নিহত এনো চাকমার স্ত্রী সুনয়না চাকমা।

NewsDetails_03

আজ বুধবার (১৪আগষ্ট) সন্ধ্যায় বাঘাইছড়ি থানায় এ মামলা দায়ের করা হয়। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মঞ্জুর আলম মামলার বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।‌ ও‌সি জানান, এ‌নো চাকমার স্ত্রী বুধবার সন্ধ্যায় মামলা‌টি ক‌রেন। মামলার প্রধান আসামি বড় ঋষী চাকমাসহ অনেকে পলাতক রয়েছে। পু‌লিশ আসামিদের ধরতে তৎপর রয়েছে।

প্রসঙ্গতঃ গত ১১ই আগষ্ট রাত পৌ‌নে ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার বাবু পাড়া এলাকায় দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে কেন্দ্রীয় যুব কমিটির সাধারণ সম্পাদক শতসিদ্ধি চাকমা ও উপজেলার যুব কমিটির সদস্য এনো চাকমা নিহত হন।

আরও পড়ুন