‘‘অবহেলার গর্তে’’ প্রাণ গেল শিশুর

NewsDetails_01

বান্দরবানের রুমায় রিং টিউবওয়েল স্থাপনের জন্য খোঁড়া গর্তে তুমপাও ম্রো নামে এক শিশুর মৃতু্য হয়েছে । ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কারণে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা ।

শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা সদরের আবাসিক ছাত্রাবাসের সামনেই এ ঘটনা ঘটে ।

স্থানীয়রা জানিয়েছেন, বিকেলে তুমপাও আবাসিক ছাত্রাবাসের সামনেই খেলাধুলা করতে থাকে । খেলার একপর্যায়ে নির্মিত রিংটিউবওয়েলের গর্তে পড়ে যায় । অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা তার দেহটি রিংটিউবওয়েলের গর্তে দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।

NewsDetails_03

তারা আরো জানান, সাব কনট্রাক্টর দ্বারা নির্মিত ওই রিংটিউবওয়েলের কাজ পুরোপুরি কাজ শেষ হয়নি । অসম্পূর্ণ রাখা রিংটিউবওয়েলের গর্তটিতে কোন প্রকার ঢাকনির ব্যবস্থা না রেখে সাব কনট্রাক্টর চলে যায় । যার কারণে এই দুর্ঘটনা ।

রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: অভিজিত তংচঙ্গ্যা শিশুটির মৃতের সত্যতা নিশ্চিত করেন ।

এদিকে, রুমা থানার (ওসি) শরিফুল ইসলাম বলেন, অভিভাবক যদি থানায় এসে মামলা করে, তাহলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব ।

আরও পড়ুন