অবৈধভাবে কাপ্তাই লেকের মাছ বিক্রির সময় মাছ ও জাল আটক

NewsDetails_01

কাপ্তাই লেকে মাছ ধরা বন্ধকালীন সময়ে অবৈধভাবে লেক হতে মাছ ধরে বিক্রির অপরাধে কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন( বিএফডিসি) এর অভিযানে কাপ্তাই নতুনবাজার এলাকা হতে ১০ কেজি রুই ও আইল মাছ আটক করা হয়। এইছাড়া কাপ্তাই লেকের কেংড়াছড়ি এলাকা হতে অবৈধভাবে মাছ শিকারের সময় ৫শ মিটার কারেন্ট জাল এবং ২ হাজার মিটার সুতার জাল আটক করা হয়।

NewsDetails_03

শনিবার (২৮ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে ।

কাপ্তাই বিএফডিসির ব্যবস্হাপক মো.মাসুদ আলমের নেতৃত্বে শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে নতুনবাজার এলাকা এবং কেংড়াছড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বিএফডিসির ব্যবস্হাপক মাসুদ আলম জানান, আটককৃত আইল ও রুই মাছ নিলামে বিক্রয় করা হয় এবং কারেন্ট ও সুতার জাল গুলো পুড়িয়ে ফেলা হবে।

আরও পড়ুন