আওয়ামী লীগের রূপকল্প বাস্তবায়নই মূল লক্ষ্য : মংসুইপ্রু চৌধুরী

NewsDetails_01

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের রূপকল্প বাস্তবায়নই মূল লক্ষ্য। খাগড়াছড়ির সকল মানুষের উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিয়োগ প্রাপ্ত চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে তিনি এসব মন্তব্য করেন।

NewsDetails_03

এর আগে, বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪ টার দিকে মংসুইপ্রু চৌধুরী অপুকে চেয়ারম্যান করে ১৫ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্ত:বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান-সদস্যদের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব সজল কান্তি বণিক প্রজ্ঞাপন জারি করেন।

নতুন অন্তর্বতীকালীন পরিষদের অন্য সদস্যরা হলেন, নির্মলেন্দু চৌধুরী, মো. আব্দুল জব্বার, মো. মাঈন উদ্দিন, পার্থ ত্রিপুরা জুয়েল, খোকনেশ্বর ত্রিপুরা, হিরন জয় ত্রিপুরা, আশুতোষ চাকমা, শুভ মঙ্গল চাকমা, নীলোৎপল খীসা, মংক্যচিং চৌধুরী, রেম্রাচাই চৌধুরী, মেমং মারমা, শতরূপা চাকমা ও শাহিনা আক্তার।
উল্লেখ, ১০ ডিসেম্বরের প্রজ্ঞাপনে ২০১৫ সালের ২৫ মার্চ জারি করা অন্তর্বতীকালীন পরিষদ বাতিল করা হয়।

আরও পড়ুন