আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের জনসাধারণ উপকৃত হয় : বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবান পৌর এলাকার গরীব ও দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের জনসাধারণ উপকৃত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে এগিয়ে যাচ্ছে পার্বত্য অঞ্চলসহ সারা বাংলাদেশ। আওয়ামী লীগ সরকার বাংলার মানুষ কে স্বপ্ন দেখাই না, সকল প্রকার স্বপ্ন বাস্তবায়ন করে। আজ শনিবার সকালে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বান্দরবান পৌর এলাকার গরীব ও দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ কালে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার গরীব মেহনতি মানুষের ভাগ্যে উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আপনারা সবাই আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান সদরের ৯টি ওয়ার্ডের গরীব ও দুস্থদের মধ্যে এই ভিজিএফের চাল বিতরণ করেন। এসময় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সাথে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন, পৌরসভার সচিব মো:তৌহিদুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, ১নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মো. আবুল খায়ের আবু, ২নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, ১,২,৩ নং ওয়ার্ড পৌর মহিলা কাউন্সিলর উজলা তঞ্চঙ্গ্যা, ৪নং ওয়ার্ড পৌর কাউন্সিলর দিলীপ বড়ুয়া, ৬নং ওয়ার্ড পৌর কাউন্সিলর সৌরভ দাশ শেখর, ৪,৫,৬ নং ওয়ার্ড পৌর মহিলা কাউন্সিলর সালেহা বেগম, ৮নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মো. হাবিবুর রহমান খোকন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শামসুল ইসলাম সামু, ৯নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মো. আবুল কালাম, ৭,৮,৯ নং ওয়ার্ড পৌর মহিলা কাউন্সিলর রাহিমা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী মো. জসিম উদ্দিন রেজা, ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মার্মা, ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন, ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সা শৈ প্রু মারমা সাবু, সদর ইউপি মেম্বার নুরুন্নবী, সুয়ালক ইউপি সদস্য মোঃ ছবুর, মহিলা মেম্বার রিনা বেগমসহ বিভিন্ন সরকারি বেসরকারী উর্ধতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় পৌর এলাকার বালাঘাটা, কালাঘাটা, হাফেজঘোনাসহ বিভিন্ন এলাকার গরীব ও অসহায় পরিবারের সদস্য লাইনে দাড়িঁয়ে ভিজিএফের এই চাল গ্রহণ করে। বান্দরবান পৌরসভার ব্যবস্থাপনায় এবারে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পৌর এলাকার ৪ হাজার ৬০০শত পরিবারের মধ্যে প্রতি পরিবারকে ২০কেজি করে সর্বমোট ৯২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন