আগামী ১৮ মার্চ বান্দরবান ভ্রমন থেকে বিরত থাকুন

NewsDetails_01

আগামী ১৮ মার্চ বান্দরবান জেলার সবগুলো উপজেলায় একযোগে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই পর্যটকদের ঐ দিন বান্দরবান জেলায় ভ্রমণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম জানান, আমরা জেনেছি ঐ সময় টানা ৩ দিনের ছুটি থাকায় সকল হোটেল কক্ষ ও বাস টিকেট বিক্রি হয়ে গেছে বেশ কদিন আগেই। যদি কেউ এ সময়ে বান্দরবানে ভ্রমণের আয়োজন করেই থাকেন, তবে নির্বাচনের দিনটি বাদ দিয়ে আসার চেষ্টা করবেন, কেউ যদি এসেই পড়েন তবে সেদিন সারাদিন হোটেলে বসেই সময় কাটাতে হবে, তাছাড়া নির্বাচনের দিন অপরিচিত লোক হিসেবে সে এলাকায় অবস্থান করা ঠিক হবে না, কারো আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব এ সময়ে আসার পরিকল্পনা করলে তাদেরকে জানিয়ে দিবেন। ১৭ মার্চ রাত ১২:০০ টা থেকে ১৮ মার্চ রাত ১২:০০ টা পর্যন্ত কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সকল যান চলাচল বন্ধ থাকবে।
প্রসঙ্গত, আগামী ১৮ মার্চ উপজেলা নির্বাচনকে ঘিরে বান্দরবানের ৭টি উপজেলার সব পর্যটন কেন্দ্রে এই নির্দেশনা প্রদান করা হয়েছে, ফলে জেলার উপজেলাগুলোতে পর্যটকরা যানবাহন নিয়ে ভ্রমন করতে পারবেনা।

আরও পড়ুন