আলীকদমে মদ বিক্রেতা ও মদ্যপানকারীকে জরিমানা

NewsDetails_01

বান্দরবানের আলীকদম উপজেলায় রেপারপাড়ায় স্থানীয় মদ বিক্রি ও মদ্যপানের অপরাধে ৫ জনকে জরিমানা করেছেন আলীকদম উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার।

বৃহস্পতিবার বেলা ১টার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এই শাস্তি প্রদান করেন।

NewsDetails_03

যৌথ বাহিনী সূত্রে জানা যায়,মদ বিক্রি ও সেবন করার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী । পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃতদের অর্থদন্ড দেন।

জরিমানাকৃত আসামীরা করা হলেন, আবাসিক রাস্তা মাথার বাসিন্দা মৃত ইউনুছের ছেলে আব্দুল করিম( ৪৫), আলীকদম বাজার পাড়ার বাসিন্দা মৃত বাবুল শীলের ছেলে মিঠুন শীল (২৬),সোনাইছড়ির বাসিন্দা মৃত মোজাফ্ফর হোসেন মিয়ার ছেলে জয় সিকদার (৪৭),স্থানীয় মদ বিক্রেতা রেপারপাড়া বাজারের বাসিন্দা হ্লঞো মার্মানী (৪৫) ও মালু অং মার্মা (৪৬)।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃনাজিমুল হায়দার জানান, আটককৃত মদ বিক্রেতা ও মদ্যপানকারী প্রত্যেককে ১৯৯০ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের ১৯ এর ১১ ধারায় দুই হাজার করে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন