আলীকদমে ইউপি নির্বাচনে নৌকা ২ টি, স্বতন্ত্র ২ টিতে বিজয়ী

NewsDetails_01

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবানের আলীকদম উপজেলার ৪টি ইউনিয়নে ২টিতে নৌকা ও ২ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। আজ রবিবার (২৮নভেম্বর) সন্ধ্যার পর থেকে একে একে ৪টি ইউনিয়নের কেন্দ্রের ফলাফল উপজেলা নির্বাচনী কন্ট্রোল রুমে আসতে থাকে।

ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা হলেন, ১নং আলীকদম ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী নাছির উদ্দীন,চৈক্ষ্যং ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন,নয়াপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এম.কফিল উদ্দিন, কুরুকপাতা ইউনিয়নে ক্রাতপুং ম্রো।

NewsDetails_03

নাছির উদ্দীন নৌকা প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৩২১ ভোট, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতিকে আনোয়ার জিহাদ চৌধুরী পেয়েছেন ৩ হাজার ২২ ভোট, আনারস প্রতিকে বাদশা মিয়া ৮৭৬ ভোট, চৈক্ষ্যং ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী জয়নাল আবেদীন ৩ হাজার ৪ শত ১৮ ভোট, তার নিকটতম প্রার্থী নৌকা প্রতিকে ফেরদৌস রহমান ৩ হাজার ১৮৫ ভোট, ৩নং নয়াপাড়া ইউনিয়নে আনারস প্রতিকে এম.কফিল উদ্দিন ২ হাজার ৪৫৪ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিকে ফোগ্য মারমা ১ হাজার ৯৩৩ ভোট, ৪ নং কুরুকপাতা ইউনিয়ন নৌকা প্রতিকে ক্রাতপুং ম্রো ২ হাজার ১ শত ৮৯ ভোট, নিকটতম স্বতন্ত্র প্রার্থী খামলাই ম্রো আনারস প্রতিকে পেয়েছেন ১ হাজার ৬৮৭ ভোট।

আলীকদম উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী জানান, তৃতীয় ধাপের নির্বাচনে আলীকদম উপজেলার ৪টি ইউনিয়নের নৌকা প্রতিকে বিজয়ী ১ জন আর স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে ২ জনকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেন।

এদিকে, আলীকদম, চৈক্ষ্যং, নয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ীদের নাম ঘোষণা করলেও কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান পদে বিজয়ীর নাম এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি।

আরও পড়ুন