আষাঢ়ী পূর্ণিমা আজ

NewsDetails_01

বৌদ্ধ ধর্মাবলম্বীদের আষাঢ়ী পূর্ণিমা আজ। দিনটি গৌতম বুদ্ধের পাঁচটি ঐতিহাসিক ঘটনার সমন্বয়ে গুরুত্বপূর্ণ। আজ শুক্রবার সকাল থেকে প্রার্থনা, বুদ্ধ পূজা, ভিক্ষুদের পিন্ডদান এবং শীল গ্রহণের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্বীর্যের মাধ্যমে দিনটি পালন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। শহরের উজানীপাড়া, বালাঘাটা, কালাঘাটা বৌদ্ধ বিহারগুলোতে চলছে ধর্মীয় নানান আয়োজন। এছাড়া রাজগুরু বৌদ্ধ মন্দিরে ধর্ম দেশনা প্রদান করছে বিহারাধ্যক্ষ উপঞঞা জোত থেরো । সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে ভিক্ষুগণ এবং গৃহীরা আষাঢ়ী পূর্ণিমা থেকে প্রবারণা পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন করবেন।

আরও পড়ুন