আ.লীগের কার্যনির্বাহী সদস্য হলেন দীপংকর তালুকদার

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সংসদের সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা অনুসারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার আ.লীগের কার্যনির্বাহী সদস্য হয়েছেন। শনিবার (২৯ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। আগে শুক্রবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলটির সভাপতিমণ্ডলীর প্রথম সভায় কার্যনির্বাহী সদস্যদের নাম চূড়ান্ত হয়। সদস্যদের তালিকা প্রকাশের পাশাপাশি উপদেষ্টা পরিষদের ৩৮ জন সদস্যসহ কমিটিতে যাদের নাম ঘোষণা হয়নি, তাদের নামও প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, বিএনপি’র কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটিতে তিন পার্বত্য জেলার ৭ নেতার ঠাঁই হলেও কেন্দ্রিয় আওয়ামীলীগের ত্রি-বার্ষিক জাতীয় সম্নেলনে ঘোষিত নতুন কমিটিতে বান্দরবান,রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার কোন আওয়ামীলীগ নেতাকে স্থান না দেওয়ায় পাহাড়ে গত কয়েকদিন ধরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরিশেষে দীপংকর তালুকদারকে আ.লীগের কার্যনির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত করার কারনে স্থানীয় আওয়ামীলীগ নেতারা অভিনন্দন জানিয়েছে ।

আরও পড়ুন