ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা পরির্দশনে বান্দরবানের জেলা প্রশাসক

NewsDetails_01

ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা পরির্দশন করেন বান্দরবানের জেলা প্রশাসক
শিক্ষার আলোতে নিজেকে আলোকিত করতে হবে। সঠিক জ্ঞান চর্চার মাধ্যমে নিজের জীবনকে সুন্দর ভাবে গড়ে তুলতে হবে। বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা পরির্দশন কালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।
এসময় তিনি আরো বলেন, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা উত্তম। একজন শিক্ষার্থী তার জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার অন্যতম সময় হচ্ছে ছাত্রজীবন। পরির্দশন কালে জেলা প্রশাসক মো. আসলাম হোসেন মাদ্রাসার বিভিন্ন ক্লাস পরির্দশন করেন এবং ইংরেজি ও গণিত বিষয়ের উপর কয়েকটি ক্লাস পরিচালনা করেন।
পরির্দশন কালে জেলা প্রশাসকের সাথে অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও: আবদুল আউয়াল,মাও: বদিউল আলম,শিক্ষক এস.এম ইলিয়াছ,শিক্ষক আলী আকবর, শিক্ষক আবুল বশর ছিদিকী, কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহাবুবর রহমান,জেলা প্রশাসকের গোপণীয় সহকারী মো. আমিন উল্লাহসহ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা।

আরও পড়ুন