ঈদের কুশল বিনিময় করতে গিয়ে করোনায় আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুর!

NewsDetails_01

ঈদের সময় অনেক মানুষ তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, সেখান থেকেই সম্ভবত সংক্রমিত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

আজ রোববার (০৭ জুন) এই তথ্য নিশ্চিত করেন বান্দরবানের সিভিল সার্জন অংসুইপ্রু মারমা ।

NewsDetails_03

তিনি জানান, ঈদের সময় লাইন ধরে মানুষের সাথে কুশল বিনিময় করেছেন । ওই খানের কারো থেকে উনি সংক্রমিত হয়েছেন । জনগণের মাঝে ত্রাণ বিতরণ করলেও কখনও বেশিক্ষণ অবস্থান করতেন না তিনি ।

সিভিল সার্জন অংসুইপ্রু মারমা আরো জানান, মন্ত্রীর ডায়বেটিস ও প্রেশার সমস্যা রয়েছে । দীর্ঘ দিন যাবৎ কাশিও ছিল । তবে কাশির তীব্রতা হঠাৎ করে তার বেড়ে যায় । এছাড়াও আস্তে আস্তে তার শরীর দুর্বল হতে থাকে । একপর্যায়ে খাওয়া দাওয়ায় অরুচি চলে আসে ।

কোভিড-১৯ বিষয়ক এক প্রশ্ন উত্তরে তিনি জানান, তাঁর কোভিড-১৯ এর উপসর্গ তীব্র ছিল না। আশঙ্কাজনক নয় । তবে বান্দরবান সদর হাসপাতালে পিসিআর ল্যাব না থাকায় ওনার চিকিৎসা করানো সম্ভব হয়নি । বড় ধরনের ঝুঁকি এড়াতে ওনাকে ঢাকার সিএমএইচে রেফার করা হয়েছে।

আরও পড়ুন