উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিন : বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবানের আলীকদমে ইউনিয়ন পরিষদ কমপ্লে­ক্সে বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
উন্নত দেশের কাতারে পৌঁছাতে সরকার পরিকল্পিত উন্নয়ন করছে। সরকারের একার পক্ষে উন্নয়ন সম্ভব নয়। সরকারের এই উন্নয়নের সাথে জনগণকেও এগিয়ে আসতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিন। আজ বৃহস্পতিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবানের আলীকদমে ইউনিয়ন পরিষদ কমপ্লে­ক্স ভবন উদ্বোধনের সময় একথা বলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,বীর বাহাদুর আলীকদমে সরকারের বিভিন্ন দপ্তরের নানা উন্নয়ন কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করেন। এসময় তিনি আলীকদম জেলা পরিষদ রেস্ট হাউস,উপজেলা রেস্ট হাউস, ৩নং নয়াপাড়া অন্তর্গত দক্ষিণ নয়াপাড়া জাবালেনুর জামে মসজিদ, ১নং আলীকদম ইউনিয়নের অন্তর্গত আলীকদম বাস টার্মিনাল জামে মসজিদ উদ্বোধন করেন এবং উদ্বোধন শেষে আলীকদম বাস টার্মিনাল জামে মসজিদের পাশে সড়কে ও ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জন সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন।
আলীকদম উপজেলাধীন ২নং চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফেরদৌস রহমানের সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলার এডিসি জেনারেল মোঃ কামাল হোসেন, জেলার সহকারী পুলিশ সুপার মোঃ আলী হোসেন,আলীকদম জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এস এম ফখরুল ইসলাম, বাংলাদেশ বর্ডার গার্ড ৫৭ ব্যাটিলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মিজানুর রহমান পিএসসি, আলীকদম উপজেলা আওয়ামীলীগের সভাপতি মংব্রাচিং মার্মা,আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংরিমং মার্মা, আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজিমুল হায়দার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরীর, পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, তিংতিং ম্যা, ফাতেমা পারুল, মোস্তফা জামাল প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরো বলেন, আজ দেশের দারিদ্রতার সীমা কমে ২২ শতাংশে পৌঁছেছে। বর্তমান শিক্ষা বান্ধব সরকারের যুগোপযোগি কার্যক্রমের কারণে বান্দরবানের শিক্ষার হার সারাদেশের মধ্যে ৩০তম স্থানে এসেছে। বান্দরবানে ৭টি উপজেলা, ২টি পৌরসভা, ৩৩টি ইউনিয়ন ও ১৫০০ গ্রামের প্রত্যেকটি স্থানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। যে সব কাজ আজও বাস্তবায়ন করা সম্ভব হয়নি ,সে গুলো আগামীতে বাস্তবায়ন করা হবে।
এদিকে উক্ত জনসমাবেশ শেষে আলীকদম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ৩৫০ জন কৃষককে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এবং ২নং চৈক্ষ্যং জাতীয়তাবাদীদল (বিএনপি) থেকে সৈয়দ আহাম্মেদ এর নেতৃত্বে ১০জন কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

আরও পড়ুন