উপদেষ্টা আজিজুর রহমানের দাপন সম্পন্ন

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সাবেক সদস্য, বান্দরবানের লামা উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা আলহাজ্ব মো. আজিজুর রহমান’র দাপন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পৌর শহরের গজালিয়া বাস স্টেশন মাঠে জানাযা শেষে তাকে বিলছড়ি ইউনিয়নস্থ বমুরমুখ কবরস্থানে দাপন করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতে মারা যান। (ইন্নলিল্লাহি….রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৪ ছেলে, ২ মেয়ে, জামাতা, পুত্রবধূ, এবং নাতি-নাতনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। জানাযায় বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, স্থানীয় ও জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
মৃতের পারিবারিক সূত্র জানায়, বাড়ির পার্শ্ববর্তী মসজিদে জোহরের নামাজ শেষে বাড়ি ফিরার পথে আজিজুর রহমান আকষ্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায় ঢলে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি মরহুমের লামা পৌরসভার নয়াপড়াস্থ বাসায় স্বÑশরীরে উপস্থিত হয়ে মৃতের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেন এবং মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বান্দরবান জেলা আওয়ামীলীগ, লামা উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠন, লামা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন মরহুমের বিদেহী আত্মার মাঘফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বর্ষীয়ান এ নেতার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে । #

আরও পড়ুন