এই দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ

NewsDetails_01

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী বলেন, এই দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ । এইখানে সকল ধর্ম, বর্ণের মানুষের বসবাস। প্রত্যেকেই তাদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করে আসছেন এবং জাতিভেদে সকলে এই সব উৎসবে অংশ নেন।

NewsDetails_03

তিনি বৃহস্পতিবার (৩ জুন) কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরিমন্দিরে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী বাবার ১৩১তম তিরোধান উপলক্ষ্যে আয়োজিত গীতাযজ্ঞ এবং আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন।

হরিমন্দির পরিচালনা কমিটির সভাপতি কেপিএম এর জি এম (এমটিএস) প্রকৌশলী স্বপন কুমার সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তপন কুমার মল্লিক এর সঞ্চালনায় এইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস বাবলু, অর্থ সম্পাদক উত্তম মল্লিক, হরিমন্দিরের সহ সভাপতি স্বপন কুমার সেন, সীতাঘাট মন্দিরের সাধারণ সম্পাদক আশীষ কুমার দাশ। গীতাযজ্ঞে পুরোহিত্য করেন শ্রীমৎ স্বামী বিদেহানন্দ মহারাজ।

আরও পড়ুন