এক নজরে রাজগুরু বিহারের নতুন বিহারাধ্যক্ষ জ্ঞান প্রিয় মহাথের

NewsDetails_01

গত ১৩ এপ্রিল অষ্টম রেভা: উ পঞ্ঞাজতা মাহাথের (উচহ্লা ভান্তে) র প্রয়ানের পর গত ২৩ মে ইতিহাস ঐতিহ্য ও চলমান প্রথাগত ধারা অনুসারে বর্তমান বোমাং রাজা উ চ প্রু চৌধুরী’র সিদ্ধান্ত ক্রমে নবম রাজগুরু ও বিহারাধ্যক্ষ হিসাবে রেভা: উ ঞানাপিয়া (জ্ঞান প্রিয়) মহাথের এর নাম ঘোষনা করা হয়।

NewsDetails_03

রেভা: উ ঞানাপিয়া মহাথের বোমাং সার্কেলের ঐতিহ্যবাহী রাজ পরিবার ১৩তম রাজা বোমাংগ্রী উ ক্যজসাই এর পুত্র প্রয়াত রাজকুমার সাদ্ উ মংচ প্রু এর সন্তান। তিনি ১৯৫৪ সালের ৭ জুলাই জন্মগ্রহন করেন। বর্তমানে উনার ৩৩ ওয়া বর্ষাবাস চলমান। প্রথম দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার একাধিক বিহারে ৪ বছর বর্ষাবাস করেন। পরবর্তীতে ৬ বছর তিনি থাইল্যান্ডে ছিলেন।

চট্টগ্রামের সুপরিচিত বৌদ্ধ সম্প্রদায়ের প্রাণ কেন্দ্র নন্দনকানন চিটাগং বুডিষ্ট টেম্পলে সর্বশেষ সূদীর্ঘ ২৩ বছর রেভা: উ ঞানাপিয়া (জ্ঞান প্রিয়) মহাথের অবস্থান করেন। আজ ২৮ মে ২০২০ সালে বান্দরবান বোমাং সার্কেলের রাজা উ চ প্রু চৌধুরী রাজগুরু বিহারের নবম বোমাং রাজগুরু ও বিহারাধ্যক্ষ হিসাবে রেভা: উ ঞানাপিয়া মহাথেরকে দায়িত্ব প্রদান করেন।

আরও পড়ুন