কঠোর নিরাপত্তায় খাগড়াছড়িতে ৭ নিহতদের শেষকৃত্য সম্পন্ন

NewsDetails_01

খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর টহল
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ৭জন নিহতের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে, এসময় স্বজনদের অশ্রুজলে ভারি হয়ে আসে এলাকার পরিবেশ।
খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো বলেন,গত শনিবার সন্ধ্যায় ৭ জনের মধ্যে ৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ (রোববার) দুপুরে পাহাড়ী ছাত্র পরিষদের খাগড়াছড়ি শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমাসহ ৩ জনের লাশও তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে পিসিপি খাগড়াছড়ি শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা, সহ সম্পাদক এলটন চাকমা, গণতান্ত্রিক যুবফোরামের সহ সভাপতি পলাশ চাকমা, স্বাস্থ্য সহকারী জিতায়ন চাকমা ও কলেজ ছাত্র রূপন চাকমার শেষকৃত্য অনুষ্ঠান রোববার বিকেলে খাগড়াছড়ি সদরের দক্ষিণ খবংপুড়িয়া শশ্মানে সম্পন্ন হয়েছে। এছাড়া প্রকৌশলী ধীরাজ চাকমা ও শন কুমার চাকমার শেষকৃত্য অনুষ্ঠান তাদের নিজ এলাকায় সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ১৮ আগস্ট(শনিবার) সকালে খাগড়াছড়ির স্বণির্ভর এলাকায় প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ সমর্থিত পিসিপি ও গণতান্ত্রিক যুবফোরামের নেতাসহ ৬ জন নিহত হয়। এছাড়া হামলার সময় পালিয়ে যাওয়ার সময় এক পথচারীও রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে নিহত হয়।

আরও পড়ুন