করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

NewsDetails_01

সর্বশেষ নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস নেগেটিভ আসায় হাসপাতাল থেকে ছাড় পত্র পেয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে মিন্টো রোডের সরকারি বাসভবনে ফিরেছেন। বিষয়টির নিশ্চিত করেছেন পার্বত্য মন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরী।

NewsDetails_03

সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৪ জুন) মন্ত্রীর সর্বশেষ টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে, বেলা ২টার দিকে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন তিনি । সেখান থেকে মিন্টো রোডের সরকারি বাসভবনে উঠেছেন মন্ত্রী বীর বাহাদুর। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সাথে তার বড় ছেলে রবিন বাহাদুর উপস্থিত ছিলেন।

এদিকে সুস্থ হয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বাসভবন ফিরে যাওয়ায় সংবাদে বান্দরবান জেলার বিভিন্ন বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে অনেকে সন্তোষ প্রকাশ করেছে।

আরও পড়ুন