করোনা উপসর্গ নিয়ে বান্দরবানে প্রথম একজনের মৃত্যু

NewsDetails_01

বান্দরবান সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে জাহিদুল ইসলাম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারিতে ।

আজ শুক্রবার (২২ মে) বিকেলে বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার প্রত্যুষ পল ত্রিপুরা এই তথ্য জানান।

NewsDetails_03

তিনি জানান, আজ দুপুর ৩ টার দিকে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত জাহিদুলকে হাসপাতালের বর্হিবিভাগে নিয়ে আসে তার স্বজনরা । পরে বর্হিবিভাগে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক । জাহিদুল জেলা সদরের ছাইঙ্গ্যা এলাকার দানেশ পাড়ায় বাস করতেন বলে জানান তিনি।

জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেখা যায়, করোনা আক্রান্ত হয়েছে মোট ১৭ জন, এর মধ্যে ৯ জন সুস্থ হয়ে নিজেদের বাড়ী ফিরে গেছে। হোম কোয়ারেন্টিনে এ পর্যন্ত ৮৯৯ জন ছিল তার মধ্যে ৬৫৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৭০জন ছিল গতকাল পর্যন্ত ৫৩ জনকে ছাড় দেয়া হয়েছে।

আরও পড়ুন