করোনা রোগীদের চিকিৎসা সহায়তা দিলেন খাগড়াছড়ি’র জেলা প্রশাসক

NewsDetails_01

কোভিড-১৯ পজেটিভ দরিদ্র রোগীদের জন্য খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস হাত বাড়িয়ে দিয়েছেন। মঙ্গলবাল দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে দরিদ্র ও অস্বচ্ছল ছয়জন কোভিড-১৯ পজেটিভ রোগীর স্বজনদের হাতে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করেন।

NewsDetails_03

জেলা প্রশাসক জানান, খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। একই সাথে সংক্রমণ বৃদ্ধির বিরুপ প্রভাবে কর্মজীবী মানুষের কর্মহীনতা বাড়ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী জনসাধারণের পাশে প্রশাসন সবসময় থাকবে।
উল্লেখ্য, গত বছরের ৮মার্চ দেশে করোনা রোগী শনাক্ত পর সারাদেশেই কঠোর লকডাউন প্রয়াগ করা হলে খাগড়াছড়িতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ত্রাণ ও নগদ সহায়তা প্রদান করা হয়।

আরও পড়ুন