কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং চিৎমরম ইউনিয়ন এর চিৎমরম বাজার ঘাট সংলগ্ন কর্ণফুলি নদীতে গোসল করতে গিয়ে আজ শনিবার দুপুরে জয় কান্তি দে (১৩) নামে একজন শিশুর মৃত্যু হয়েছে। সে চিৎমরম ইউনিয়ন এর স্কুল পাহাড় এলাকার মৃত রনধির দে এর ছেলে।

চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, শনিবার ১ টা হতে দেড় টার মধ্যে সে চিৎমরম বাজার ঘাটে গোসল করতে নামলে পানিতে তলিয়ে যায়।

NewsDetails_03

এদিকে ঘটনার খবর পেয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান তৎক্ষনাৎ কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স এবং কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির নৌ ডুবুরি দলকে শিশুটি উদ্ধারের জন্য অনুরোধ করেন। পরে কাপ্তাই নৌ বাহিনী ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট আক্কাস এর নেতৃত্বে দুপুর ৩ টা ৩০ মিনিটে কর্ণফুলি নদীতে শিশুটির খোঁজে উদ্ধারে নামেন তাঁরা। মাত্র ১৫ মিনিটে বিকেল ৩ টা ৪৫ মিনিটে চিৎমরম বাজার ঘাট এলাকার কর্ণফুলি নদীতে নৌ ডুবুরি দল নিখোঁজ জয়ের লাশ উদ্ধার করেন। এইসময় কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রমে সহায়তা করেন।

এদিকে ঘটনা খবর জানার সাথে সাথে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ঘটনাস্থলে উপস্থিত হন। এইসময় চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, চিৎমরম মৌজার হেডম্যান ক্যাওসিং চৌধুরী উপস্থিত ছিলেন।

ইউএনও মুনতাসির জাহান এইসময় নিহত শিশু জয়ের পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ হতে সৎকারের জন্য নগদ ৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন। এদিকে লাশটি তাঁর পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন