কাপ্তাইয়ের নালন্দা বিহারে কঠিন চীবর দানোৎসব

NewsDetails_01

%e0%a6%95%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8সমবেত প্রার্থনা, ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন,পূজনীয় ভিক্ষু সংঘকে প্রাত: রাশ দান, বুদ্ধ পূজা,পিন্ডদান, পঞ্চশীল প্রার্থনা এবং ভিক্ষু সংঘকে চীবর দানের মধ্যে দিয়ে মঙ্গলবার রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা কর্ণফুলি নালন্দা বিহারে অনুষ্ঠিত হলো দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ধর্মীয় দেশনা প্রদান করেন রাংগুনিয়া কুলকুরমাই সধর্মদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মসেন মহাস্থবির। রাংগুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি শাসন তিলক ভদন্ত বিমল জ্যোতি মহাস্থবির এর সভাপতিত্বে চীবর দান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাট্র্যালিকুল সার্বজনিন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পগগা্নন্দ মহাস্থবির, ঘাটচেক ধর্মচক্র বিহারের অধ্যক্ষ ভদন্ত বিজয় রক্ষিত মহাস্হবির,দায়ক কাজল বড়ুয়া, জয়সীম বড়ুয়া। অনুষ্ঠানে শত শত দায়ক দায়িকা উপস্হিত থেকে ভিক্ষু সংঘের দেশনা উপভোগ করেন।

আরও পড়ুন