কাপ্তাইয়ে অগ্নিকান্ডে পুড়েছে দোকান ও বসতবাড়ি

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন এলাকার চৌধুরীছড়া নীচের বাজার স্থানে অগ্নিকান্ডে একটি দোকান ও দুইটি বসতবাড়ি পুড়েছে।

রবিবার (৮ মে) দিবাগত রাত সাড়ে ৩ টার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ।

NewsDetails_03

চৌধুরীছড়া বাজারের ব্যবসায়ী হাফেজ মোঃ শাহাবুদ্দিন এর চায়ের দোকান হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহীন আলম ।

অগ্নিকান্ডে হাফেজ মোঃ শাহাবুদ্দিন এর চায়ের দোকানের মুদির মাল এবং আসবাব পত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসময় দোকানের পাশে মোঃ শাহজাহান ও আবুল কালাম মুন্সির ঘর দুটিতে আগুন ছড়িয়ে পড়ে। পাকা দেয়াল ও টিন দ্বারা নির্মিত ঘর সহ ঘরের মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে দুইটি ঘর ও দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় সাড়ে ৪ লাখ টাকা বলে জানা যায়।

এদিকে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে তাৎক্ষণিক কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে ভোর সাড়ে ৪ টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানান কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহীন আলম।

আরও পড়ুন