কাপ্তাইয়ে অন্নকূট উৎসব

NewsDetails_01

স্বর্গরাজ ইন্দ্রের দম্ভচূর্ণ করে পরম শ্রীজ্ঞান ঐশ্বর্য্যে পরিপূর্ণ ব্রজবাসীদের সংকটমোচনে অনন্তকোটি ব্রক্ষ্মাণ্ড অধিপতি ব্রজগোপাল পরমেশ্বর ভগবান গিরিরাজ শ্রীকৃষ্ণ গিরি গোবর্দ্ধন পর্বত ধারণ করে মহাসংকট হতে তাঁর ভক্তদের রক্ষা করেছিলেন। যুগে যুগে ভগবান ধর্মের সংস্থাপন,সাধুদের পরিত্রাণ,দুষ্কৃতিকারীর বিনাশ ও সকলে পরম সত্যের সাথে সম্প্রীতির বন্ধন ঘটাতে বিভিন্নরুপে ধরাধামে এসে তাঁর সৃষ্টিকে রক্ষা করে যান।অন্নহীনে অন্ন, বস্ত্রহীনে বস্ত্র, শিক্ষাহীনে সুশিক্ষা তথা আর্ত, দুস্থ, নিপীড়িত, লাঞ্চিত, নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে মানব জীবনকে সুন্দরের আলিঙ্গনে বাঁধতে এবং সকলের সমন্বয়ে একটি সমৃদ্ধ সমাজ গঠন কল্পে সনাতন ধর্মের বহুমাত্রিক বিভিন্ন আচার আনুষ্ঠানিকতা এক ঐশী ভুমিকা পালন করে। বিপদে একে অন্যে পাশে দাঁড়ানোর মহৎ শিক্ষায় হচ্ছে অন্নকূট মাহাত্ম্যের সুশিক্ষা।

গত শুক্রবার(২০ নভেম্বর)চন্দ্রঘোনা কয়লার ডিপু কর্ণফুলী প্রকল্প শ্রীশ্রীহরি মন্দির অনুষ্ঠিত শ্রীশ্রীগিরি গোবর্দ্ধন পূজা ও অন্নকূট উৎসবে বক্তাগন উপরোক্ত মন্তব্য করেন।

NewsDetails_03

প্রধান পুরোহিত শ্রীমৎ মাধব গৌর দাস বাবাজীর কন্ঠে মঙ্গলমন্ত্র উচ্চারণের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কার্যকরী কমিটির সভাপতি প্রকৌঃস্বপন সরকার। সাধারণ সম্পাদক তপন মল্লিকের সঞ্চালনে অনুষ্ঠিত ধর্মসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গিরিরাজ শ্রীকৃষ্ণ-গিরিগোবর্দ্ধনও অন্নকূট তত্ত্ব এবং শ্রীকৃষ্ণ ভজন পরিবেশন করেন বাংলাদেশ জাতীয় মাতৃ-ভক্তি উদযাপন পরিষদ(BNMRSA)’র সাধারণ সম্পাদক,কলামিস্ট ও নন্দিত গীতানুধ্যায়ী ডাঃসুপণ বিশ্বাস শঙ্করেশ।

অনুষ্ঠানে হরিমন্দির এর ভারপ্রাপ্ত সভাপতি-স্বপন সেন, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, সীতাঘাট মন্দিরের সাধারণ সম্পাদক আশীষ দাশ, হরিমন্দির এর অর্থ সম্পাদক সজল রায়, সাংস্কৃতিক সম্পাদক সুভাষ মল্লিক, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক উত্তম মল্লিক সহ ভক্তরা উপস্থিত ছিলেন । সমগ্র অনুষ্ঠানে যন্ত্রাংশে সহযোগিতা করেন কিবোর্ডে-সঙ্গীত প্রশিক্ষক রাজীর সাহা,তবলায়-সঙ্গীত প্রশিক্ষক প্রদীপ মল্লিক,মৃদঙ্গে-রাসেল দাস।

দুর-দুরান্ত হতে স্বাস্থ্যবিধি মেনে আসা শত শত ভক্তের উপস্থিতিতে ভাগবতীয় মহানন্দে মুখরিত,উদ্ভাসিত ছিলো শ্রীশ্রীহরি মন্দিরের এবারকার অন্নকূট মহোৎসব।

আরও পড়ুন