কাপ্তাইয়ে একজনের এক বছরের সশ্রম কারাদণ্ড

NewsDetails_01

%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4অবৈধ ভাবে মদ এবং গাঁজা ঘরে রাখার অপরাধে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম আজ মো: হানিফউল্লাহ(৪৪) নামে একজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

NewsDetails_03

কাপ্তাই থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাপ্তাই ফাঁড়ির আই সি কামরুল হাসানের নেত্বত্বে একদল পুলিশ কাপ্তাই প্রজেক্ট এলাকার ই ব্লকে হানিফউল্লাহর ঘরে রোববার রাতে অভিযান চালায়। সেই সময় তার ঘরে প্রচুর পরিমাণ চোলাই মদ এবং গাঁজা উদ্ধার করে। তাৎক্ষনিক ভাবে হানিফউল্লাহকে গ্রেফতার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলমের দপ্তরে নিয়ে আসা হয়। নির্বাহী কর্মকর্তা ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় অপরাধীকে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরন করেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন