কাপ্তাইয়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা

NewsDetails_01

কাপ্তাইয়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা
হাতে ভগবান শ্রীকৃষ্ণের মোহন বাঁশী, কৃষ্ণের পাশে রাধা, কেউ বা মা যশোদা, কেউ দৈবকী আবার কেউ বসুদেব সাজে অংশ নিয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রায়। রাঙামাটির কাপ্তাই উপজেলা ভাগবত সংঘের আয়োজনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ সোমবার চন্দ্রঘোনা কেপিএম হরি মন্দির হতে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের ৭টি মন্দিরের ভক্তরা এবং চন্দ্রঘোনা মিশন এলাকা নামহট্র সংঘের ভক্তরাসহ শত শত নর নারী নানা সাজে ঢোল করতাল সহযোগে এই শোভাযাত্রায় অংশ নেন। কেপিএম কয়লার ডিপু হরি মন্দির হতে শুরু হয়ে শোভাযাত্রাটি উপজেলা সদর প্রদক্ষিন করে আবারোও মন্দিরে এসে শেষ হয়। এর আগে কেপিএম মন্দির প্রাঙ্গণে এই শোভাযাত্রার উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক কেপিএম হরি মন্দিরের প্রাক্তন সভাপতি ডা: বি কে দেওয়ানজি।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে ভাগবত সংঘের আয়োজনে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুচাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার ভট্রাচার্য্য, ভাগবত সংঘের সভাপতি উৎপল কুমার ভট্রাচার্য্য, কেপিএম হরিমন্দিরের সহ সভাপতি তপন কুমার মল্লিক আলোচনা সভায় সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান। সাংবাদিক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ঝুলন দত্তের সঞ্চালনায় এই সময় কাপ্তাই থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো: নুর, কাপ্তাই ট্রাফিক বিভাগের পরিদর্শক তারক চন্দ্র পাল,কেপিএম হরিমন্দিরের সভাপতি পেপার মিলস লিমিটেডের জিএম প্রকৌশলী স্বপন সরকার,কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাংবাদিক মামুন, রাইখালি ত্রিপুরা সুন্দরী কালি মন্দিরের সভাপতি মিলন কান্তি দে, সীতা মন্দিরের সভাপতি আশীষ দাশ, বিপ্লব দাস, আশু দাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক,অমিত বিশ্বাস বাবলু,চন্দ্রঘোনা মিশন নামহট্র সংঘের সভাপতি পরিতোষ প্রভু সহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সনাতনি সম্প্রদায়ের নর নারীরা উপস্থিত ছিলেন।
এদিকে শুভ জন্মাষ্টমী উপলক্ষে চন্দ্রঘোনা মিশন এলাকা নাম হট্র সংঘ আজ সকালে বের করে বর্ণাঢ্য শোভাযাত্রা। শুভ জন্মাষ্টমী উপলক্ষে চন্দ্রঘোনার মিশন এলাকা আদি নারায়ন বৈদান্তিক বিদ্যালয়ের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠান মালা।

আরও পড়ুন