কাপ্তাইয়ে জুয়া খেলাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত : ঘাতক আটক

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাইয়ে জুয়া খেলাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।

গত শুক্রবার (৩০সেপ্টেম্বর) সন্ধ্যা ৫টার পর কাপ্তাই উচচ বিদ্যালয় প্রধান ফটকের সামনে পূর্ব শত্রুতা ও জুয়া খেলাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানান।

৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, নতুন বাজার সংলগ্ন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের মুল ফটকের অভ্যন্তরে শিল্প এলাকায় বসবাসরত নুর হোসেন প্রকাশ নুরুর ছেলে মো. রনি হোসেন (২০) নতুনবাজার বসবাসরত কেপিএম টিলার আবুল হোসেনর ছেলে মো.আবুল কালামকে(২২) ছুরিকাঘাত করে। রনির নিকট রাখা ছুরিদিয়ে আবুল কালামকে পেটে ও বুকে ৫টি আঘাত করা হয়। এতে উক্ত যুবক গুরুত্বর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে যায়। আহত যুবককে প্রথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থা খারাপ দেখে সন্ধ্যায় চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়।

NewsDetails_03

এদিকে কাপ্তাই ফাঁড়ির পুলিশ ঘাতক যুবককে আটক করেছে।

কাপ্তাই ৪নং ইউপি মহিলা সদস্য সেলিনা পারভিন জানান, এটা অনেক আগের পুরাতন ঘটনা। এবং রনিকে কয়েকজন মিলে স্কুলের ফটকের ভিতর আটকে রেখে মারধর করে।সে আত্মরক্ষার নেল কাটার দিয়ে আঘাত করেছে বলে উল্লেখ করে।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান, জানতে পাড়লাম জুয়া খেলাকে কেন্দ্রকরে উক্ত ঘটনা ঘটছে। এলাকার সচেতন লোকজন জানান, কাপ্তাইয়ের শিল্পএলাকা, জাকির হোসেন স মিল এলাকা, নৌবাহিনী সড়ক, কাপ্তাই স্কুলের আশপাশ এলাকা, লগগেইট, নতুনবাজার ও জেটিঘাট এলাকায় মাদকদ্রব্য ও জুয়ার আসর বসে প্রায়ই। মাদকের সাথে যুবকরা জড়িয়ে একের পর এক ঘটনা ঘটাচ্ছে। উক্ত ঘটনায় আহত আবুল কালামের বড় ভাই আল আমিন বাদি হয়ে কাপ্তাই থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন