কাপ্তাইয়ে টিকা নিতে স্বাস্থ্য কেন্দ্রে ভীড়

NewsDetails_01

করোনার টিকা নিতে কাপ্তাই স্বাস্থ্যকেন্দ্রে নানা শ্রেণী পেশার মানুষের ব্যাপক ভীড় ।

মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা যায়, অসংখ্য মানুষের ভীড়।

কথা হয় টিকা নিতে আসা কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকীর সাথে । তিনি জানান, টিকা নিয়ে মানসিকভাবে অনেক স্বস্তিবোধ করছি, তিনি জনগনকে টিকা নেবার পরামর্শ দেন।

NewsDetails_03

মঙ্গলবার কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আলম, শহীদ শামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ, কাপ্তাই বিজ্ঞান ও আইসিটি ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, কেপিএম স্কুল এন্ড কলেজ এর ইংরেজি শিক্ষক মোঃ আব্দুল মাবুদ এই প্রতিবেদককে জানান, টিকা নিলাম, কোন অসুবিধা বোধ করছি না, আল্লাহর রহমতে সুস্থ আছি।

কাপ্তাই উপজেলা করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান, গত ৭ ফেব্রুয়ারী থেকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। প্রথমদিকে ভ্যাকসিনের সংকট থাকলেও বর্তমানে পর্যাপ্ত পরিমান ভ্যাকসিন মজুদ আছে।

মঙ্গলবার(৯ মার্চ) বেলা ১২ টা পর্যন্ত ২ হাজার ৭০০ জনকে টিকা প্রদান করা হয়েছে। এই পর্যন্ত রেজিষ্ট্রেশন করেছেন ৪ হাজার ৭ শত জন।

তিনি চল্লিশউদ্দ্ধ সকল নাগরিককে surokkha.gov.bd এ নিবন্ধন করে টিকা নেবার পরামর্শ দেন।।

আরও পড়ুন