কাপ্তাইয়ে নিষিদ্ধ পণ্য জব্দ

NewsDetails_01

কাপ্তাইয়ে নিষিদ্ধ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কলাবাগান এলাকায় বুধবার ভ্রাম্যমান আদালতে অভিযানে মহামান্য হাইকোর্ট কতৃর্ক ঘোষিত নিন্ম মানের পণ্য লাচ্ছা সেমাই, মোল্লা সল্ট ও সরিষা তেল বিক্রয় করার অপরাধে সেই সব পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। সেই সাথে কলাবাগানের দাদু বেকারীকে ৪ হাজার, হক বেকারীকে ৪ হাজার সহ মোট ৪ টি দোকানকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ও ৫২ ধারায় এই জরিমানা আদায় করেন।
এসময় কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো: ইলিয়াছ, কাপ্তাই থানার উপ পরিদর্শক মো: খলিলুর রহমান, নির্বাহী কর্মকর্তার পেশকার মো: আলাউদ্দিন ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

আরও পড়ুন