কাপ্তাইয়ে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ করলেন দীপংকর তালুকদার

NewsDetails_01

করোনা ভাইরাস সংক্রমণ রোধে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে রাঙামাটি জেলা হতে নির্বাচিত সাংসদ দীপংকর তালুকদার আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন, ওয়াগ্গা ইউনিয়ন এবং কাপ্তাই ইউনিয়নের ১ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার স্বরুপ চাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং ব্যক্তি উদ্যোগের ত্রান হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।

NewsDetails_03

তৎমধ্যে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে ৭ম ধাপে ৩শ পরিবার, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হোসেন এর ব্যক্তিগত উদ্যোগে ২৫ জন এতিমসহ ১শ জন, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৪শ জন এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন এবং তাঁর পরিবারের পক্ষ হতে শিলছড়ি এবং কাপ্তাই লগ গেইটে ২শ জন হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।

এই সময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, রাঙামাটি জেলা পরিষদ সদস্য থোয়াই চিং মারমা, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: হানিফ, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, ১ নং চন্দ্রঘোনা ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক কামরুল হোসেন সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

আরও পড়ুন