কাপ্তাইয়ে ফের টিসিবির পণ্য বিক্রি শুরু

NewsDetails_01

রাঙামাটি কাপ্তাইয়ে আবারো খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় চন্দ্রঘোনা মিশন হাসপাতাল এলাকায় টিসিবি’র মাধ্যমে ন্যায্যমুল্যের পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। এইসময় স্বাস্থ্য বিধী মেনে ক্রেতা সাধারণকে লাইনে দাঁড়িয়ে এইসব পণ্য কিনতে দেখা যায়।

NewsDetails_03

টিসিবির কাপ্তাই উপজেলার ডিলার বির্দশন বড়ুয়া জানান, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সার্বিক নির্দেশনায় সরকার নির্ধারিত মূল্য সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা ডাল প্রতি কেজি ৫৫ টাকা, চিনি প্রতি কেজি ৫৫ টাকা, পেঁয়াজ প্রতি কেজি ২০ টাকা, ছোলা প্রতিকেজি ৫৫ টাকা এবং খেজুর প্রতি কেজি ৮০ টা দরে বিক্রয় করা হচ্ছে।

এদিকে রবিবার সকালে টিসিবির কার্যক্রম পরিদর্শনে আসেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। এসময় চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন